Views Bangladesh Logo

সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের করা একটি ফেসবুক পোস্টের জের ধরে সোশ্যাল মিডিয়ায় উপদেষ্টা এবং সাকিবের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পরই এই ঘোষণা এলো।

সাকিবের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতি অনুগত থাকার অভিযোগ তোলে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেন যে, তার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জাতীয় দলে সাকিবকে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেবে।

তিনি আরও বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন বা জাতীয় জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে যে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’

কেন সরকারের এমন সিদ্ধান্ত, সে বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘যতবার তিনি (সাকিব) দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন ততবার বলেছেন-আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠেভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’

উল্লেখ্য, গত বছর দেশের মাটিতে ‘বিদায়ী টেস্ট’ ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। কিন্তু সেই সময় ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ এবং মন্ত্রণালয়ের পরামর্শে তাকে সেই সুযোগ দেয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ