Views Bangladesh Logo

ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় নিতে চান সাকিব

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কানপুর টেস্টের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলতে চাইলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে নিজের অবসর পরিকল্পনা নিয়ে স্পষ্ট কথা বললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত সাকিব সম্প্রতি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের একটি পডকাস্টে জানান, এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তার ইচ্ছা, দেশে ফিরে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানানো।

সাকিব বলেন, ‘আমি চাই সব ফরম্যাট থেকেই একটি সিরিজ খেলে অবসর নিতে। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে, তারপর ওয়ানডে ও টেস্ট… বা উল্টোও হতে পারে। দু’ভাবেই আমার কোনো আপত্তি নেই।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব, যিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য। রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতীয় দল থেকেও দূরে রয়েছেন তিনি। তবুও শেষ সিরিজটি দেশের মাটিতেই খেলার ব্যাপারে আশাবাদী সাকিব। তার ভাষায়, ‘আমি আশাবাদী, আমার মনে হয় এটা সম্ভব হবে।’

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণ নিয়েও ব্যাখ্যা দেন তিনি। সাকিব বলেন, ‘আমি খেলছি মূলত ফিট থাকার জন্য, যাতে বাংলাদেশের হয়ে খেলতে পারি এবং অবসর নিতে পারি। এটাই একমাত্র কারণ।’

সাকিবের এই ঘোষণা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নতুন প্রত্যাশা যোগ করেছে বলে মনে করছে ক্রিকেট মহল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ