যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব
এবার আটলান্টা ফায়ারের হয়ে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড প্লেয়ার হিসেবে ৩৮ বছর বয়সী সাকিবকে নিয়েছে আটলান্টা।
ক্লাবটি নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার দলে যোগ দিচ্ছেন। ব্যাট ও বল হাতে গেম চেঞ্জার সাকিব তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হোন।’
বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ১৬ বলে ১১ রান করেন তিনি। বল হাতে এক ওভার করলেও উইকেট পাননি।
সিপিএল খেলার কারণে মাইনর লিগের শুরুর ম্যাচগুলোতে থাকতে পারবেন না সাকিব। ক্যারিবিয়ান আসর শেষ করেই যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন এই তারকা অলরাউন্ডার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে