আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব: বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে সাংবাদিকদের ফারুক বলেন, ‘বেশ কিছুদিন অনুশীলনের বাইরে থাকায় সাকিব সম্ভবত পরের সিরিজে (আফগানিস্তানের বিপক্ষে) খেলতে পারবেন না’।
৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে সিরিজটি। পরের ম্যাচগুলো হবে ৯ ও ১১ নভেম্বর।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিসিবি সভাপতি জোর দিয়ে বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে।
তবে পরদিনই ফারুক আহমেদ বলেন, এই সিরিজে না খেলার চিন্তাটা সাকিবের নিজেরই। মিরপুর টেস্টে তার অংশ নেয়া নিয়ে ঘটা ঘটনায় তিনি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। আর সাকিব আগেই ঘোষণা করেছিলেন যে, সেটিই তার শেষ টেস্ট হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে