Views Bangladesh Logo

পাঁচ বছরের জন্য বিপিএলে ঢাকার মালিক শাকিব খান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরেও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন ঢাকাই সিনেমার তারকা শাকিব খান। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরের জন্য দলটির মালিকানা পেয়েছেন তিনি ও তার প্রতিষ্ঠান ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’।

গেল আসরে প্রথমবার অংশ নিয়ে শিরোপা না পেলেও শাকিবের উপস্থিতি গ্যালারিতে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আরও শক্তিশালী দল গঠনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা ক্যাপিটালস।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের নতুন আসর। এবার অংশ নিচ্ছে পাঁচটি দল—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। প্লেয়ার্স ড্রাফট হবে ১৭ নভেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ