আফগান সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি
আগামী ৬ নভেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজে সাকিব আল হাসান থাকবেন কি-না তা নিয়ে চলছে নানা জল্পনা। কারণ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তাকে নিয়েই দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতায় দেশে ফিরতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডার। যদিও আসন্ন সিরিজে সাকিবের থাকা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত সাকিবের খেলার সম্ভাবনা এখনই নাকচ করে দেয়া যাচ্ছে না।
বুধবার (৩০ অক্টোবর) বোর্ডের সভার আগে সাকিব ইস্যুতে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা…যেহেতু এখনও দল দেয়া হয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় তাকে পাওয়া যাবে।’
সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না খেলার ব্যাখায় ফারুক আহমেদ বলেন, ‘সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে বাধা দেওয়ার ক্ষেত্রে বোর্ড কোনোভাবেই জড়িত ছিল না। আমরা সেই পরিস্থিতির সাথে সম্পূর্ণভাবে জড়িত নই। আইন প্রয়োগকারী বাহিনী, সরকার এবং সাকিব (জড়িত) ছিল। আমরা শুধু সহায়ক ভূমিকা রেখেছি। ব্যক্তিগতভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে সাকিব ঘরের মাঠ থেকে অবসর নিতে পারে।’
তিনি যোগ করেন, ‘সাকিব শুধু একজন খেলোয়াড় নন, তিনি গত সরকারের (পতিত শেখ হাসিনা সরকার) আমলে একজন এমপি ছিলেন। সেখানেও কিছু বিষয় আছে। সব মিলিয়ে সরকারের চিন্তাভাবনা আর ক্রিকেট বোর্ডের ভাবনা এক ছিল না। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমি দেখেছি একটা ছেলে ক্রিকেট খেলেছে ১৭ বছর। সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসডর, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং আমি বিশ্বাস করি এটি (খেলতে পারলে) ভালো হতো।’
বিসিবি সভাপতি বলেন, ‘কিন্তু আমাদের অন্যান্য বিষয়ও দেখতে হবে। সে সব বিবেচনায় শেষ মুহূর্তে তিনি আসতে না পারলেও বোর্ডের কিছুই করার ছিল না। এটি সম্পূর্ণভাবে আইন সম্পর্কিত এবং আইন প্রয়োগকারী সংস্থার বিষয়। এটা সাকিব এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির উপর নির্ভর করে এবং বোর্ডের এতে কিছুই করার ছিল না।‘
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে থেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে