আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের নতুন অধিনায়ক সাকিব আল হাসান
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত ১৩ মাস ধরে দূরে থাকা সাকিব আল হাসান এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই তারকা অলরাউন্ডার এবার পেলেন নতুন দায়িত্ব। আসন্ন আবুধাবি টি-টেন লিগে নবাগত দল রয়্যাল চ্যাম্পস তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।
শনিবার রয়্যাল চ্যাম্পস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের ভিডিওবার্তায় সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়। ফ্র্যাঞ্চাইজিটি লেখে, 'অপেক্ষার অবসান। অবশেষে রাজাকে খুঁজে পাওয়া গেল। সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও এখন রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।'
সাকিব ২০২৪ সালে বাংলা টাইগার্সের হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। নতুন দলে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংস্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই।'
দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ। তিনি বলেন, 'টি-টেনের দ্রুতগতির খেলায় মানিয়ে নিতে সক্ষম এমন একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে।'
আবুধাবি টি-টেন লিগের নতুন মৌসুম শুরু হবে ১৮ নভেম্বর। রয়্যাল চ্যাম্পস তাদের প্রথম ম্যাচ খেলবে পরের দিন, ১৯ নভেম্বর, ভিস্তা রাইডার্সের বিপক্ষে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে