Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া ২৪ ঘণ্টা অন্যদের প্রবেশ বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া কোনো সহযাত্রী বা ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

একই সঙ্গে যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ