Views Bangladesh Logo

নাশকতা নয় বরং শর্ট সার্কিট থেকে শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছিল: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।এটি কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “তদন্ত প্রতিবেদন অনুযায়ী আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট।”

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো টার্মিনালে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন।

প্রেস সচিব জানান, গত মাসের ১৮ তারিখে আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তদন্তে উঠে এসেছে, কুরিয়ার শেডের ভিতরে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত ৪৮টি ছোট লোহার খাঁচার অফিসে ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর বা স্প্রিংকলার ছিল না। কোনো অগ্নিনির্বাপক হাইড্রেন্টও ছিল না।

তিনি আরও বলেন, “কোনো ধরনের নিরাপত্তা বিধি মানা হয়নি। পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, সংকুচিত বোতলের পারফিউম ও বডি স্প্রে, ইলেকট্রনিক জিনিসপত্র, ব্যাটারি ও ওষুধজাত দাহ্য পণ্যগুলো স্তূপ করে রাখা হয়েছিল।” তদন্ত প্রতিবেদনে ৯৭ জন সাক্ষীর মৌখিক ও লিখিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

শফিকুল আলম বলেন, আগুনের সূত্রপাত কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর-পশ্চিম কোণের সঙ্গে সংলগ্ন কয়েকটি কুরিয়ার খাঁচার মধ্যে হয়েছে এবং এটি বৈদ্যুতিক আর্কিং ও শর্ট সার্কিটের কারণে লেগেছে।

তিনি জানান, তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিকের প্রতিবেদনে আগুনের কারণ নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ