শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহিদুল আলম শনিবার ভোর ৪:৫৫টায় ঢাকায় পৌঁছাবেন।
এর আগে, শহিদুল আলম স্থানীয় সময় বিকেল ২:৩০টায় তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান, যেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকার ফেরত ফ্লাইট ইস্তাম্বুল থেকে স্থানীয় সময় বিকেল ৬:৪৫টায় ছাড়ার কথা ছিল।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনৃস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে কৃতজ্ঞতা জানান।
শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করার জন্য তৎক্ষণাত কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে