Views Bangladesh Logo

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ড. আলমসহ ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসায়েন্সে থাকা সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও নাবিককে ৮ অক্টোবর বুধবার ভোরে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার ফেসবুকে তার মুক্তির খবর জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইট ছেড়েছে, যার যাত্রীদের মধ্যে ড. শহিদুল আলমও রয়েছেন। তুর্কি সূত্রে জানা গেছে, ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করার কথা।'

ড. আলমের মুক্তির প্রক্রিয়াটি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সহায়তায় সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ড. আলমের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে, গাজামুখী ফ্লোটিলা বহরটি ইসরায়েলি বাহিনী আটক করে এবং এতে থাকা সব কর্মী ও ক্রু সদস্যদের গ্রেপ্তার করে। দৃক-এর এক বিবৃতিতে জানানো হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলের আরব সংখ্যালঘু অধিকার বিষয়ক আইনি সংস্থা আদালাহর সহযোগিতায় জানা গেছে, আটক ব্যক্তিদের প্রথমে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেটজিওত কারাগারে স্থানান্তর করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেটজিওত ইসরায়েলের বৃহত্তম আটক কেন্দ্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ