Views Bangladesh Logo

শাহবাগ মোড় অবরোধ করল স্বেচ্ছাসেবক দল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকার ও প্রশাসনের ‘নির্লিপ্ততা’র প্রতিবাদে তারা এই কর্মসূচির আয়োজন করেছে। পাশাপাশি, দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধেও তারা এই বিক্ষোভ জানায়।

এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন এবং পরে মোড় অবরোধ করেন।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ