বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে শাহবাগ অবরোধ
বরিশাল- ভোলা সেতু নির্মাণের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকায় বসবাসরত ভোলার মানুষ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তারা এই অবরোধে নামলে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে নিতে পুলিশ চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে কয়েক সপ্তাহ ধরে ভোলা ও ঢাকায় সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ভোলাবাসী। তারই ধারাবাহিকতায় শুক্রবার কয়েকশ মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন। সেতুর পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও পাইপলাইনে গ্যাস সংযোগের দাবিও জানান তারা।
গত ১৪ নভেম্বর ভোলায় সফররত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা। সেদিন ভোলা–বরিশাল সেতুর কাজ শিগগির শুরু হবে—এমন আগের আশ্বাসের বিপরীতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, প্রকল্পটির নকশা এখনো শুরুই হয়নি এবং নীতিগত অনুমোদন আটকে আছে। সেই মন্তব্য ঘিরেই আন্দোলনকারীদের ক্ষোভ তীব্র হয়।
এ ঘটনার দিনই সেতুর দাবিতে ভোলা থেকে ঢাকার উদ্দেশে লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ তেতুলিয়া নদী সাঁতরে বরিশালে পৌঁছান; সাঁতারের সময় একজন অসুস্থও হয়ে পড়েন।
আন্দোলনকারীদের পাঁচ দাবি হল- ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান অগ্রগতি, ভোলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে