শুটিংয়ে আহত বলিউড বাদশাহ, নেয়া হয়েছে আমেরিকায়
বলিউডের বাদশাহ শাহরুখ খান নতুন সিনেমা ‘কিং’এর শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হয়েছেন। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, পেশিতে আঘাত পান শাহরুখ, যা এতটাই গুরুতর ছিল যে শুটিং সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে হয়।
ঘটনার পর দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, শাহরুখকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হচ্ছে, যেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলবে। তবে ঠিক কোন স্থানে আঘাত লেগেছে বা সেটি কতটা গুরুতর এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখের পক্ষ থেকেও এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক বছর ধরেই পেশির সমস্যায় ভুগছিলেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, পুরোনো সেই সমস্যাই এবার বড় রূপ নিয়েছে। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, যেন অবহেলা না করা হয় এবং দ্রুত উন্নত চিকিৎসা নেয়া হয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শাহরুখ খানকে পুরোপুরি সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এই সময়টিতে তিনি সব ধরনের কাজ থেকে বিরতি নেবেন। ফলে ‘কিং’ ছবির বাকি শুটিং সম্ভবত শুরু হবে সেপ্টেম্বর কিংবা নভেম্বর মাসে।
এদিকে ‘বলিউড বাদশাহর’ এই খবর শুনে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তবে অনেকেই আশাবাদী যে, শাহরুখ খুব শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দায় ফিরবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে