Views Bangladesh Logo

স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয় সাদিকের, ভুল শুধরে দেয়ার আহ্বান ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘যারা একসঙ্গে নির্বাচন করেছেন, তারা প্রত্যেকেই উপদেষ্টা। তারা নবনির্বাচিত কমিটিকে পরামর্শ দেবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখার কথা জানিয়ে এই ভিপি আরও বলেন, ‘জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে।’

গতকালের নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া সাংবাদিকের প্রতি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। এছাড়া পুরো নির্বাচনে দায়িত্বে থাকা সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত এস এম ফরহাদও। তিনি বলেন, আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।

তিনি আরও জানান, সব শিক্ষার্থীর আমানত তাদের নবনির্বাচিত নেতৃত্বের ওপর অর্পিত হয়েছে। যে কয়দিন তারা দায়িত্বে থাকবেন, সে কয়দিন যদি কোনো ভুল করে থাকেন, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের শুধরে দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ