Views Bangladesh Logo

শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাদ মাগরিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে জানানো হয়, ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে জেলা প্রশাসনসমূহ, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান তথ্য অফিস, ওয়াকফ প্রশাসন, ঢাকা আলিয়া মাদ্রাসা, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস, বাংলাদেশ টেলিভিশন, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ