Views Bangladesh Logo

লিটনসহ বাংলাদেশিদের ব্যাট স্পন্সর চুক্তি নবায়ন করছে না ভারতীয় প্রতিষ্ঠান এসজি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাশসহ বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ব্যাট স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করছে না ভারতীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি (সানস্পেরিলস গ্রিনল্যান্ড)। বিশিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 


ফলে এখন থেকে লিটনের ব্যাটে এসজি স্টিকার দেখা যাবে না। তিনি আর স্পন্সরশিপ সুবিধা পাবেন না। চুক্তির আওতায় লিটন কাস্টম-মেড ব্যাট ও ব্র্যান্ডিং থেকে বাণিজ্যিক সুবিধা পেতেন।

কোম্পানিটি ইয়াসির আলী রাব্বি এবং প্রাক্তন টেস্ট অধিনায়ক মমিনুল হকের সঙ্গেও চুক্তি বাতিল করতে প্রস্তুত।

মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি লিটনের এসজি স্পন্সরশিপ বাতিল করার কথা শুনেছেন। তবে এখনো তার চুক্তি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।

তবে, এ বিষয়ে লিটন কুমার দাশের মন্তব্য পাওয়া যায়নি।

খেলোয়াড়দের প্রতিনিধিত্বকারীদের মতে, এসজি আগেই ইঙ্গিত দিয়েছিল চুক্তি নবায়ন করা হবে। কিন্তু পরে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিয়েই সরে আসে। তারা বলছেন, তাদের সিদ্ধান্ত মৌখিকভাবে জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ১২ কোটি টাকায় কিনে নেওয়া সত্ত্বেও আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। এখন এসজি এই সিদ্ধান্ত জানাল।

বিসিবি কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিস্থিতি ভারতের সঙ্গে ক্রিকেট এবং বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ভারত বাংলাদেশে ক্রীড়া সরঞ্জাম, বিশেষ করে ক্রিকেট এবং হকির সরঞ্জামের প্রধান সরবরাহকারী। যদিও পাকিস্তান এবং অন্যান্য দেশের ব্র্যান্ডগুলোও বাজারে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিএ স্পোর্টস বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করেছে। এতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্থানীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ