একসঙ্গে জন্ম নেয়া ছয় নবজাতকের চারজনেরই মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেয়া ছয়জন নবজাতকের মধ্যে চারজনই মারা গেছে। বাকি দুজনেরও একজন ঢামেক হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাত থেকে শুরু করে সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ঢামেক হাসপাতালের এনআইসিইউতে দুজন এবং একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে আরও দুজন মারা যায়।
নবজাতকদের মা মোকসেদা আক্তার প্রিয়ার (২৩) ননদ ফারজানা আক্তার জানান, ছয়জন নবজাতকের মধ্যে তিনজনকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে এবং অন্য তিনজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ঢামেক হাসপাতালে দুজন ছেলে শিশু ও বেসরকারি হাসপাতালে দুজন মেয়ে শিশু মারা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রোববার সন্ধ্যায় প্রথমে একজন নবজাতক মারা যায়। পরে রাতে ঢামেক হাসপাতালে আরও একজন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।
রোববার সকাল নয়টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে