মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের শিক্ষার্থীসহ একজন সাংবাদিক আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রাত ১টার দিকে ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাথে দোকান বসানোর বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য ছাত্রনেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, উত্তেজনা এখনও পুরোপুরি শান্ত হয়নি। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উভয়পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে