আগামী নির্বাচন পর্যবেক্ষণে আসছে সাত সদস্যের জার্মান প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে সাত সদস্যের জার্মান প্রতিনিধি দল থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে এক ‘শক্তিশালী সংকেত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের মধ্যে উৎসাহব্যঞ্জক সাড়া দেখেছি।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে