জাতীয় পরিচয়পত্রে সাতটি তথ্য আপাতত সংশোধনযোগ্য নয়: আখতার আহমেদ
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি–এই সাতটি তথ্য আপাতত সংশোধন করা যাবে না। তিনি এই তথ্য দিয়েছেন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে।
আখতার আহমেদ জানান, নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম এখনও চলছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন তারা, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে নিবন্ধিত হয়েছেন। এই সময়ের পর নিবন্ধিত ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না।
ইসি সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে কমিশন যদি চায়, তিনি ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে আখতার আহমেদ বলেন, “আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে।”
প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমাও এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
২০০৭-২০০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়। তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার ছিলেন। ২০০৮ সালে তারেক রহমান লন্ডনে চলে যান এবং এরপর দেশে ফেরেননি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থান পর তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান দেশে ফিরে ভোটার হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে