Views Bangladesh Logo

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন’ বাস্তবায়নে পদযাত্রার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, তারা আর কোনো কালক্ষেপণ চান না। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক না কেন, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নিয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছে। কিন্তু সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করা হচ্ছে।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

উল্লেখিত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ