Views Bangladesh Logo

অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

গামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে সাত কলেজকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা এবং জোর দিয়ে বলেন যে, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।

সংবাদ সম্মেলনে কিছু শিক্ষকের সমালোচনা করে তাদের বিরুদ্ধে কলেজগুলোর সমস্যা সমাধানে বাধা দেয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

তারা বলেন, “যেসব শিক্ষক ২০১৭ সাল থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, তারাই এখন অগ্রগতিতে বাধা দেয়ার চেষ্টা করছেন।”

শিক্ষার্থীরা আরও বলেন, অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান সম্ভব নয়। তারা অভিযোগ করেন, আন্দোলনে অংশ নিলে তাদের পরীক্ষার ফল খারাপ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ