সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন কমিটি।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের সদস্য মো. নাঈম হাওলাদার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ জারি করা হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য আন্দোলন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাঈম হাওলাদার জানান, বৈঠকে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ের পিএসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, বর্তমানে অধ্যাদেশের কাজ দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে সময়সাপেক্ষ অংশ। এই ধাপ শেষ হলেই পুরো প্রক্রিয়া প্রায় সম্পন্ন হবে।
তিনি বলেন, অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ছয় হাজার ই-মেইল জমা পড়েছে, যেগুলো যাচাই-বাছাই ও নথিভুক্ত করা হচ্ছে। আগে এই কাজের দায়িত্বে দুজন কর্মকর্তা থাকলেও এখন পাঁচজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যাতে প্রক্রিয়া দ্রুত এগোয়।
আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষে পরবর্তী ধাপ শুরু হবে বলেও জানান নাঈম। কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিটি ধাপ চারদিনের মধ্যে শেষ করা সম্ভব হবে। সবকিছু ঠিকঠাক চললে অধ্যাদেশটি শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে। তবে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টারা দেশে থাকলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে নাঈম বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে ৮০ শতাংশ কাজ শেষ। এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই ফল আসবে। শিক্ষা উপদেষ্টাও বলেছেন, যেন আন্দোলনের কারণে প্রক্রিয়াটি ব্যাহত না হয়।”
তবে তিনি আন্দোলনের সময় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “দুঃখজনকভাবে আমাদের এক শিক্ষক একজন শিক্ষার্থীকে আঘাত করেছেন, যার মাথায় সেলাই দিতে হয়েছে। আরও দুজন আহত হয়েছেন, একজনকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করতে হয়েছে। আমরা চাই এই ঘটনারও তদন্ত হোক।”
নাঈম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে কষ্টের সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে তারা আশাবাদী হয়েছেন।
এর আগে বিকেলে সচিবালয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সরকারি সাত কলেজের ২৩ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে