Views Bangladesh Logo

সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ মারা গেছেন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত অবস্থায় দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সম্প্রতি তিনি একটি গ্রুপ অব কোম্পানিজে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি এখন টিভিতে কনসাল্টিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া একুশে টেলিভিশন (ইটিভি), দীপ্ত টিভি ও নিউজ২৪–এ বার্তা প্রধানের দায়িত্বও পালন করেছেন।

১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সম্প্রচার সাংবাদিকতায় পথচলা শুরু করেন ইব্রাহিম আজাদ। পরে ইটিভি বন্ধ হয়ে গেলে একই পদে এটিএন বাংলায় যোগ দেন এবং সেখানে বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন।

ইটিভি পুনরায় সম্প্রচার শুরু করলে তিনি আবার সেখানেই বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন। পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাজীবনের শুরুতে ইব্রাহিম আজাদ কাজ করেছেন প্রিন্ট মিডিয়ায়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, পরে প্রথম আলোতে প্রতিষ্ঠালগ্ন থেকে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ