বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সেমিনার
শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে বিশ্ব মৃত্তিকা দিবস–২০২৫ পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘Healthy Soils for Healthy Cities—সুস্থ নগরের জন্য সুস্থ মাটি’। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)–এর সহযোগিতায় দিবসটি ফার্মগেটের মৃত্তিকা ভবনে কেন্দ্রীয়ভাবে উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে এসআরডিআই-এর মাল্টিপারপাস হলে ‘Importance of Healthy Soil for Agricultural Transformation in Bangladesh’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এফএওর প্রতিনিধি Dr. Jiaoqun Shi।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খান। বিশ্ব মৃত্তিকা দিবস এবং এসআরডিআই-এর কার্যক্রম তুলে ধরেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হালিম।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. জসীম উদ্দিন।
অনুষ্ঠানে এসআরডিআই, বিএআরসি, ডিএই, বারি, বিনা, বিএডিসি এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯৭৩ সাল থেকে উপকূলীয় এলাকার লবণাক্ততা জরিপ পরিচালনা করে আসছে এসআরডিআই। এর অংশ হিসেবে ২০০৩ ও ২০০৯ সালে লবণাক্ততা মানচিত্র প্রকাশ করা হয়। সর্বশেষ ২০২৪ সালের জরিপের ভিত্তিতে ‘Saline Soils of Bangladesh-2025’ শীর্ষক হালনাগাদ রিপোর্ট তৈরি করা হয়েছে। সেমিনারে ওই রিপোর্টের মোড়ক উন্মোচন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে