Views Bangladesh Logo

জাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তায় কড়া নজরদারি

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় সাড়ে তিন দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পাসের গেরুয়া গেটে ঝুলিয়ে দেয়া হয় ‘বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ’ লেখা ব্যানার। ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকির খবর পাওয়া যায়নি। তবে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে গেরুয়া গেটে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও রাখা হয়েছে প্রস্তুত অবস্থায়। প্রয়োজনে তারা মাঠে নামবেন। গতকাল সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল ঘানি বলেন, নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ