Views Bangladesh Logo

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে নির্বাচন ভবনে কড়াকড়ি

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে এবং লোহার ব্যারিকেড দিয়ে ভবনের সামনের অংশ ঘিরে রাখা হয়েছে।

প্রধান সড়ক থেকেও কমিশনে প্রবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি দেখাচ্ছে; পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া কাউকে ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন এই তফসিল ঘোষণা করবেন।

তফসিলে জানা যাবে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সীমা। এছাড়াও এতে প্রার্থীদের আচরণবিধি, ভোটারের জন্য দিকনির্দেশনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হবে।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ