Views Bangladesh Logo

প্লট দুর্নীতি মামলা

শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২০ জনকে আসামি করে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রধান ফটকে কড়াকড়ি নজরদারি, সাঁজোয়া যান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক মনে হলে আগতদের তল্লাশিও করা হচ্ছে।

লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান সামী বলেন, রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালত চত্বর ও চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ১০ কাঠার তিনটি প্লট বরাদ্দ–সংক্রান্ত দুর্নীতির এ মামলার রায় আজ পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘোষণা করবেন। ২১ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন কেবল রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। তিনি কারাগার থেকে আদালতে উপস্থিত থাকবেন।

শেখ পরিবারের তিন সদস্য ছাড়াও আসামি হিসেবে রয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিনসহ রাজউকের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তা।

এই রায় ঘোষণার মধ্য দিয়েই ২০২৩ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত কথিত অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রথম কোনো মামলার বিচারিক সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ