খাগড়াছড়িতে এখনো বহাল ১৪৪ ধারা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংস ঘটনার পর জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।
শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে শহরে মানুষের ও যানবাহনের চলাচল তুলনামূলক কম থাকলেও বাজার-দোকানপাট খুলেছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একাধিক স্তরে মোতায়েন রয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট এবং চলছে তল্লাশি অভিযান।
গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও তিনজনকে হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সদরে সহিংস ঘটনার পর আরও একটি মামলা হয়েছে।
সম্প্রতি মারমা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে পাহাড়ি জেলায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে