Views Bangladesh Logo

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, নিহতদের মরদেহ হস্তান্তর

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার জেরে খাগড়াছড়িতে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। যদিও গতকাল সোমবার খাগড়াছড়ি–চট্টগ্রাম এবং খাগড়াছড়ি–ঢাকা মহাসড়কে অবরোধ কিছুটা শিথিল করা হয়। তবে এখনো বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা বলবৎ আছে।

সহিংসতায় নিহত তিন আদিবাসীর মরদেহ সোমবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং একই দিনে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে রোববার গুইমারায় সংঘটিত সহিংসতায় নিহত ওই তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনা টহল এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে, তারা জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। ১৪৪ ধারা প্রত্যাহারসহ আট দফা দাবি পেশ করেছেন ছাত্র প্রতিনিধিরা। তবে আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ২৭ ও ২৮ সেপ্টেম্বর এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে, যাতে তিনজন নিহত এবং অনেকে আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ