খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শুরু হওয়া সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইট ফেলে সড়ক অবরোধ করছেন জুম্ম ছাত্র-জনতার কর্মীরা। অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবরোধের ফলে আটকা পড়েছেন বহু পর্যটক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস।
শহরের প্রবেশমুখ চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কয়ার ও নারায়ণ খাইয়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। একইভাবে রামগড়, মানিকছড়ি ও গুইমারার আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও পিকেটিং চলছে।
পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা জানিয়েছেন, খাগড়াছড়ি-সাজেক সড়কে পর্যটকবাহী যান চলাচল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জেলার দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকলেও শহরের মধ্যে সীমিত আকারে গণপরিবহন চালু রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন আছে এবং প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা চলছে।
গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পর বুধবার থেকে বিক্ষোভে নামে জুম্ম ছাত্র জনতা। এ সংগঠনের ডাকে বৃহস্পতিবার অর্ধদিবস সড়ক অবরোধ পালিত হয়। পরে শুক্রবারের সমাবেশ থেকে শনিবারের পূর্ণদিবস অবরোধের ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্রপরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে