একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত।
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আগামী ২৮ আগস্ট।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য কলেজ ও মাদরাসার সংখ্যা ৮ হাজার ১৫টি। এসব প্রতিষ্ঠানে আসন রয়েছে মোট ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি। এর বিপরীতে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী।
তাদের মধ্যে প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। তবে আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হয়নি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল গত বুধবার সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে