Views Bangladesh Logo

টাঙ্গাইলে গ্রেপ্তারকালে আসামির হামলায় চার পুলিশ কর্মকর্তা আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর প্রত্যন্ত চরে আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার হামলায় আহত হয়েছেন চারজন পুলিশ কর্মকর্তা।


আহত কর্মকর্তাদের পরিচয় জানায়নি পুলিশ। আর হামলাকারী আলম শেখ (৩৫) উপজেলার গাবসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


শনিবার (২৩ আগস্ট) রাতে টাঙ্গাইল সদর থানার নাশকতার মামলার আসামি মেঘরপাতল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে আলমকে (৩৫) গ্রেপ্তার করতে যায় ভূঞাপুর থানা পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালান আলম। সামান্য সংঘর্ষের পর তাকে গ্রেপ্তারে সক্ষম হন পুলিশ কর্মকর্তারা। রোববার (২৪ আগস্ট) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘নাশকতার মামলার আসামি আলমের হামলায় আমাদের চারজন কর্মকর্তা আহত হন। তবে তাকে গ্রেপ্তার সম্ভব হয়েছে। আরও তদন্ত চলছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ