Views Bangladesh Logo

কালো টাকা সাদা করার সুযোগ বাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। রোববার (২২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পক্ষে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়। চলতি অর্থবছরের চেয়ে এটি ৭ হাজার কোটি টাকা কম। বাজেটে এনবিআরকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেয়া হয়েছে এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। যদিও আবাসন খাতে ৫ গুণ বেশি কর দিয়ে এ সুযোগ রাখার পরিকল্পনা ছিল। তবে ব্যাপক সমালোচনার মুখে সে সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

এ নিয়ে রিহ্যাবের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে সুবিধা বহালের দাবি জানায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ