Views Bangladesh Logo

দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন ছুটি

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসব উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ ও মাধ্যমিক স্কুলগুলোর ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য এই ছুটি অনুমোদন করা হয়েছে।

এছাড়া, ছুটির সময় কোনো ধরনের পরীক্ষা বা পাঠক্রমের চাপ প্রয়োগ না করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ