Views Bangladesh Logo

পল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ব্যবস্থাপক

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত ‘শারমিন একাডেমি’তে প্রি-প্লে শ্রেণির ওই শিশুটিকে নির্যাতন করা হয়। একইদিন বিকেলে শিশুটির নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারকৃত পবিত্র কুমার বড়ুয়াকে বর্তমানে পল্টন থানায় রাখা হয়েছে। এছাড়া অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে এবং তাকেও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা করেন। মামলায় পবিত্র কুমার বড়ুয়া ও শারমিন জাহানকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

উল্লেখ্য, নির্যাতনের শিকার শিশুটির বয়স চার বছরের কম এবং সে স্কুলটির প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ