Views Bangladesh Logo

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম আপিল শুনানি ৪ নভেম্বর নির্ধারণ করল সর্বোচ্চ আদালত

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে নতুন করে আপিল শুনানির অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নির্ধারণ করে রায় দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। সেই রায়ে বলা হয়—

১. সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে পদমর্যাদাক্রমের শুরুতে স্থান দিতে হবে।
২. জেলা জজ ও সমমর্যাদার বিচারকরা ২৪তম স্থান থেকে উন্নীত হয়ে সচিবদের সমমর্যাদায় (১৬তম) স্থান পাবেন।
৩. অতিরিক্ত জেলা জজ ও সমমর্যাদার বিচারকরা জেলা জজদের ঠিক পরেই ১৭তম স্থানে থাকবেন।

রায়ে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হবে, নীতি নির্ধারণী কাজ বা অন্য কোনো ক্ষেত্রে নয়।

প্রসঙ্গত, রুলস অব বিজনেস অনুযায়ী ১৯৮৬ সালের ১১ সেপ্টেম্বর ওয়ারেন্ট অব প্রিসিডেন্স প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়, যা ২০০০ সালে সংশোধন করা হয়। ওই সংশোধিত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আতাউর রহমান। সে রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বাতিল করে আট দফা নির্দেশনা দিয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ