Views Bangladesh Logo

তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তাতে ধৈর্য ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনে নেমেও তারা নানা বাধার মুখে পড়ছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘আমি আজ আমার মনের কথার কিছুটা বলতে চাই। আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না। আমার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে শব্দ হবে না। আমার ঠিকানা আছে—ঢাকা ও শাহজাহানপুরে। আমি ঠিকানাবিহীন লোক নই।’ তিনি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবেন উল্লেখ করে বলেন, তবে দেশকে কোনো প্রতারক, ধান্দাবাজ বা অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না।

এনসিপির নেতাদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ওরা নিজেদের যোদ্ধা বলে, আর আমরা মুক্তিযোদ্ধা। আমরা দেশ স্বাধীন করেছি। তোমরা কি দেশ স্বাধীন করেছ? তোমরা একটি অপশক্তিকে বিতাড়িত করেছ—আমি সেটা স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের সময়ে এরশাদ ও হাসিনার মতো স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বিএনপির নেতাকর্মীরা নিজেদের কাজে ফিরে গিয়েছিলেন, ক্ষমতার লোভ করেননি। শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনা করেছেন।

বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘এত লোভ করার কী আছে? বয়স কম, রাজনীতি শেখো। ধীরে ধীরে রাজনীতি করো, দেশের উন্নতি করো। আমরা চাই তোমরা রাজনীতি করো, কিন্তু অপকর্ম করলে তার জবাব দিতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের শীর্ষ নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ