Views Bangladesh Logo

ঢাকা বাঁচাতে জলাধার রক্ষা অপরিহার্য: রিজওয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার জলাধারগুলো রক্ষা করা শহরের টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি, জলাধার পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘ঢাকার খাল উদ্ধার কার্যক্রমের সুফল ইতোমধ্যেই নগরবাসী পাচ্ছে। এ বছর বর্ষার মৌসুমের চূড়ান্ত সময়েও আগের বছরের তুলনায় জলাবদ্ধতা অনেক কম ছিল। আমরা ক্লাইমেট ট্রাস্ট ফান্ড থেকে অর্থ বরাদ্দ দিয়েছি ঢাকার জেলা প্রশাসকের কাছে, যাতে নগরের ৪০টি পুকুর পুনরুদ্ধার করা যায়’ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম (ইউডিজেএফবি) আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা এবং বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন রিজওয়ানা হাসান।

তিনি জলাধার রক্ষায় জনসচেতনতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোলাগঞ্জে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অবৈধ পাথর উত্তোলন বন্ধ করেছিল। তিনি আরও বলেন, ‘আমরা মূল্যবোধে কাজ করছি, তবে উত্তরাধিকার রক্ষায় পিছিয়ে আছি।’

রিজওয়ানা আরও জানান, তার দায়িত্বকালে কোনো বনভূমি নিধনের অনুমতি দেয়া হয়নি, যদিও পূর্ববর্তী সরকারগুলো একাধিক ক্ষেত্রে গাছ কাটার অনুমোদন দিয়েছিল।

ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রসঙ্গে তিনি বলেন, ‘ড্যাপে আর সাধারণ জলাধার বলে কিছু থাকবে না। জলাধার মানেই জলাধার। আমরা ড্যাপ থেকে সব শ্রেণিবিন্যাস তুলে দিয়েছি। কোনো পরিস্থিতিতেই জলাধার ভরাট করা যাবে না। আমরা হাওড় সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত করেছি, যেখানে হাউসবোট ও কৃষি কার্যক্রমের জন্য বিশেষ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।’

অনুষ্ঠানের সমাপ্তি হয় বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করে। সেখানে পাঁচটি বিভাগে ছয়জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ