Views Bangladesh Logo

দুরারোগ্য রোগে আক্রান্তদের হজে নিষেধাজ্ঞা সৌদি সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার। এমন কেউ হজে গেলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে সংশোধন ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্যঝুঁকিমুক্ত প্রত্যয়নপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে সৌদি সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শরীরের প্রধান অঙ্গ অকার্যকর এমন কেউ হজে যেতে পারবেন না। এর মধ্যে রয়েছে - ডায়ালাইসিস চলমান কিডনির রোগী, গুরুতর হৃদরোগী, সবসময় অক্সিজেন প্রয়োজন হয় এমন ফুসফুসের রোগী, ভয়াবহ লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তি, গুরুতর স্নায়বিক বা মানসিক রোগী, স্মৃতিভ্রষ্ট ব্যক্তি, অতিবয়স্ক, গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকা নারী কিংবা উচ্চঝুঁকিপূর্ণ গর্ভবতী নারীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া সংক্রামক রোগ যেমন- যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি বা নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীরাও হজে যেতে পারবেন না।

প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্যঝুঁকিমুক্ত প্রত্যয়নপত্র নুসুক মাসা প্ল্যাটফর্মে নিবন্ধিত করে বৈধ স্বাস্থ্যসনদ নিতে হবে। নুসুক মাসা হলো সৌদি সরকারের ডিজিটাল হজ ও ওমরাহ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, নিরাপদ হজ নিশ্চিত করতে শারীরিক সক্ষমতা অপরিহার্য। সৌদি সরকারের বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা হবে। হজ এজেন্সিগুলোকেও সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সৌদি সরকারের অনুরোধে বিষয়টি নিয়ে বিস্তারিত ধারণা নিতে বাংলাদেশের দুজন চিকিৎসক একটি কর্মশালায় অংশ নিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ