Views Bangladesh Logo

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের স্বল্প খরচে দেশে ফেরার সুযোগ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আওতায় সৌদি আরব–বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ—উভয় রুট মিলিয়ে ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এতে প্রবাসী কর্মীরা উপকৃত হবেন এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস উল্লেখযোগ্য আর্থিক লাভ অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, হজ কার্যক্রমে পূর্বে পরিচালিত একমুখী ফাঁকা ফ্লাইটগুলো কার্যকরভাবে ব্যবহার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিমানের জন্য প্রথমবারের মতো একশ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এই উদ্যোগের আওতায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে সর্বনিম্ন যাওয়া-আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা।

বিশেষ এই ভাড়া ২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কার্যকর থাকবে। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগের জন্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে একে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের বাস্তবসম্মত সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। পাশাপাশি উদ্যোগটি যেন পুরোপুরি কার্যকর থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ