সৌদি আরবে বিশ্বের বৃহত্তম কমেডি উৎসব ২৬ সেপ্টেম্বর
বিনোদন শিল্পের সম্প্রসারণে বিশ্বের বৃহত্তম কমেডি উৎসব ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর রাজধানী রিয়াদে হতে যাওয়া উৎসবে থাকছেন ৫০ জনেরও বেশি বিশ্বখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ানরা।
সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে জানান, প্রথমবারের মতো এতো বড় আকারের কমেডি উৎসবের আয়োজন করতে চলেছে রিয়াদ, যেটি হবে দেশের সংস্কৃতির বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি ও অর্জন। প্রস্তুতি চলছে এবং উৎসব ঘিরে উত্তেজনা বাড়ছে।
তুর্কি আলাল শেখ জানান, অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা কেভিন হার্টও, যাকে ‘কমেডির রাজা’ বলা হয়। উৎসবে যোগদানে গভীর আগ্রহ প্রকাশ করেছেন হার্ট। উৎসবের আন্তর্জাতিক প্রচারণায় তাকে নিয়ে প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে। প্রথম সারির তারকাদের মধ্যে আরও থাকছেন সেবাস্টিয়ান ম্যানিসকালকো ও রাসেল পিটার্স। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান পিটার্সও তার বহুসাংস্কৃতিক হাস্যরসের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
গালফ নিউজ জানায়, উৎসবটি হবে রিয়াদের বিখ্যাত মিডিয়া জেলা বুলেভার্ড সিটিতে, যেখানে একত্রিত হবেন বিশ্বের সব শীর্ষ কৌতুক অভিনেতারা। এই যুগান্তকারী উৎসব সৌদি আরবের সংস্কৃতি সম্প্রসারণের বড় পদক্ষেপ, যা রিয়াদকে বিশ্বজুড়ে বিনোদন ও লাইভ কমেডির ক্রমবর্ধমান কেন্দ্র হিসেবেও স্থান দেবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে