বিয়ে করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সারজিসের বিয়ের ছবি পোস্ট করতে দেখা গেছে। ছবিটিতে সারজিস আলম রয়েছেন বর বেশে এবং সঙ্গে হাসনাতসহ সরকারের উপদেষ্টা মাজফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ রয়েছেন।
পোস্টে সারজিসের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন ‘অভিনন্দন বন্ধু সারজিস। তোমাদের সারাজীবন ভালোবাসা ও সুন্দর মুহূর্ত নিয়ে কাটুক'।
এদিকে, সারজিস আলমকে নবজীবনে পদার্পণে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে