Views Bangladesh Logo

খেলতে আসা কিশোরদের কানধরে উঠবস করালেন সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কানধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন কিশোরের পাশে দাঁড়িয়ে তাদের শাসন করছেন সর্বমিত্র চাকমা। কিশোররা নিজেরাই কানধরে উঠবস করছিল। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের নেতা আবিদুর রহমান ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে বাচ্চাদের কানধরে উঠবস করাচ্ছেন। অপরাধ—বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা। অথচ কোনো অপরাধ হলে তার বিচার করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তিনি আরও দাবি করেন, ভিডিওটি গত ৬ জানুয়ারির।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ছাত্রদল নেতা তানভীর বারী হামীম ভিডিওটি শেয়ার করে প্রতিবাদী মন্তব্য করেন। এছাড়া মনোয়ার হোসেন নামের একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ঢাকায় শিশুদের খেলার জায়গা ক্রমেই কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো কিশোর অনিচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করলে শাসনের পরিবর্তে বোঝানো উচিত ছিল।

ঘটনাটির নিন্দা জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, যে অপরাধই হোক না কেন, লাঠি হাতে কাউকে শাস্তি দেওয়ার নৈতিক কিংবা আইনগত অধিকার কারও নেই। প্রক্টরিয়াল টিমকে জানানোই একজন ডাকসু প্রতিনিধির দায়িত্ব। আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে জানতে সর্বমিত্র চাকমার বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ