Views Bangladesh Logo

গানে সম্মাননা পেলেন সারাব আজমান

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশাত্মবোধক গানে বিশেষ অবদানের জন্য একাধিক সম্মাননা পেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী সারাব আজমান। তিনি বর্তমানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সারাব আজমানের সংগীতজীবনের শুরু ২০১১ সালে। সে বছর তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘খুদে গানরাজ’-এ অংশ নিয়ে সেরা ১৬-এ জায়গা করে নেন। এরপর ২০২৩ সালে চ্যানেল আইয়ের আরেক প্রতিযোগিতা ‘সেরা কণ্ঠ’-এ অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। প্রতিযোগিতা শেষ করেই তিনি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যান।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি-তে অধ্যয়নরত সারাব আজমান পড়াশোনার পাশাপাশি নিয়মিত বাংলা গানচর্চা ও মৌলিক গান প্রকাশে যুক্ত রয়েছেন।

দেশে ছুটিতে থাকার সময় সাউন্ড হ্যাকার প্রযোজনায় তার দেশাত্মবোধক গান ‘বাংলাকে খুঁজে পাই’ প্রকাশ পায়। এছাড়া তার দুটি মৌলিক গান—‘সত্যিকারের তুই চাই’ ও ‘তুই আমার শুরু’—প্রকাশের অপেক্ষায় রয়েছে। অনুরুদ্ধ শুভর পরিচালনায় ‘তুমি ছাড়া ভালো লাগে না’ শিরোনামের আরেকটি গানও শিগগির প্রকাশ পাবে।

এসব কাজের স্বীকৃতি হিসেবে সারাব আজমান সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৫ (রাইজিং সিঙ্গার), ভিক্টোরি অ্যাওয়ার্ড ২০২৫, স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫, ডায়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার ২০২৫, সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ এবং বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন।

তার প্রকাশিত গানগুলো ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। বিদেশে থেকেও বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে কাজ করে যাচ্ছেন এই তরুণ শিল্পী।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ