৭০০টিরও বেশি দুর্গাপূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ: সনাতনী জাগরণ জোট
দেশজুড়ে ৭০০টিরও বেশি দুর্গাপূজা মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম বার্ষিক ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিতে সব পূজামণ্ডপে সেনাবাহিনী মোতায়েনে সরকারের প্রতি আহ্বান জানান জোটের নেতারা। সংগঠনটির কারাবন্দি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্য আটক কর্মীদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে জোটের সদস্য প্রদীপ কান্তি দে বলেন, সাতক্ষীরাসহ কমপক্ষে পাঁচটি জেলায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে, যেখানে ৫৫টি মণ্ডপকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ এবং রাজশাহীর মতো এলাকায় আরও হামলার আশঙ্কা প্রকাশও করেন তিনি।
‘আমরা সরকারের কাছে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর তালিকা জমা দিয়েছি। প্রতিটি স্থানে রাষ্ট্রের অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানিয়েছি’- বলেন তিনি।
প্রদীপ কান্তি দে বলেন, জোট বিশ্বাস করে, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন। কারণ, আইন-শৃঙ্খলা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে তারা।
লিখিত বক্তব্যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আট দফা দাবি তুলে ধরেন জোট নেতা প্রসেনজিৎ কুমার হালদার। সেগুলো হচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যায়বিচার নিশ্চিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন, অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিদ্যমান ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলোকে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ফাউন্ডেশনে উন্নীত করা। এছাড়া দেবোত্তর (মন্দির) সম্পত্তির সুরক্ষা ও পুনরুদ্ধার, ও অর্পিত সম্পত্তি ফেরত আইনের যথাযথ বাস্তবায়ন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষের ব্যবস্থা, সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ডের আধুনিকীকরণ এবং দুর্গাপূজায় পাঁচদিন ও অন্য সংখ্যালঘু ধর্মীয় উৎসবে উপযুক্ত সরকারি ছুটি ঘোষণারও দাবি জানান তিনি।
আসন্ন উৎসবের প্রাক্কালে চারটি তাৎক্ষণিক দাবিও উত্থাপন করেছে জোট। সেগুলো হচ্ছে, এ বছরের দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি ঘোষণা, গ্রেপ্তার হওয়া সব জোট সদস্যের নিঃশর্ত মুক্তি, ধর্মনিরপেক্ষ, বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ার জাতীয় উন্নয়ন উদ্যোগে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের পূর্ণ অন্তর্ভুক্তি এবং সব পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জরুরি বাস্তবায়ন।
সূত্র মতে, উৎসবের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করে উচ্চ ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো ও আশেপাশে নিরাপত্তা প্রস্তুতি চলছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে মোতায়েন থাকবে আইন প্রয়োগকারী সংস্থা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে