হত্যা মামলায় কারাগারে সালমান-আনিসুল
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার সঙ্গে যুক্ত হয়ে নিহত হওয়া সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৫ জুলাই) দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম মীর। তিনি তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৩ জুলাই একই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২১ জুলাই যাত্রাবাড়ী থানার কাজলা ফুটওভার ব্রিজের নিচে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন সাজেদুর রহমান ওমর। বিকেল নাগাদ অভিযুক্তদের হামলায় তার মাথায় গুলির আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় পাঁচ মাস পর, ২০২৫ সালের ৩ জানুয়ারি সৈয়দ তানভীর আহমেদ যাত্রাবাড়ী থানায় এই ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় ৭৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে আনিসুল হক ৮ নম্বর ও সালমান এফ রহমান ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।
এর আগেও, ২০২৪ সালের ১৩ আগস্ট, গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় ৫০টিরও বেশি মামলায় তাদের একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে।
বর্তমানে তাদের বিরুদ্ধে একাধিক মামলায় বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে