বারিধারায় অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯
রাজধানীর বারিধারা থেকে অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান দীর্ঘদিন ধরে বারিধারায় অবৈধভাবে সীসা বার চালাচ্ছিলেন। ভোরে অভিযান চালিয়ে সীসা সরঞ্জামসহ তাকে ও আরও আটজনকে আটক করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মাদক মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার গুলশান অফিস ও বনানীর বাসায় র্যাব অভিযান চালিয়ে বিদেশি মদ, কোটি টাকার বৈদেশিক মুদ্রা, একাধিক পাসপোর্ট, চেক ও অনলাইন জুয়ার সার্ভার জব্দ করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে