Views Bangladesh Logo

আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দেশের শাসনব্যবস্থা এমনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি রাজনৈতিক ও সামাজিক—উভয় ক্ষেত্রেই সংস্কারের অপরিহার্যতার ওপর জোর দেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি মানবিক রাষ্ট্র গড়তে রাষ্ট্র পুনর্গঠনে যুক্ত রাজনীতিবিদদের মানসিক সংস্কার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সাধারণ মানুষের সামাজিক মানসিকতার পরিবর্তন। এই দুই পরিবর্তন ছাড়া প্রকৃত সংস্কার সম্ভব নয়।

গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জাতীয় বীর হিসেবে অভিহিত করে তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, এখনো তাদের যথাযথ স্বীকৃতি ও পূর্ণাঙ্গ নথিভুক্তি হয়নি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দুঃখজনক হলেও সত্য, আমরা এখনো জুলাইয়ের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে পারিনি।

অনুষ্ঠান শেষে গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ